বিষয়বস্তুতে চলুন

টম বায়রন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
টম বায়রন
২০১২ সালে টম বায়রন
জন্ম
টমাস ব্রায়ান টালিয়াফেরো জুনিয়র

(1961-04-04) ৪ এপ্রিল ১৯৬১ (বয়স ৬৩)
হিউস্টন, টেক্সাস, মার্কিন যুক্তরাষ্ট্র
অন্যান্য নামটম বায়রম, টিম বায়রন, টম ব্রায়ন, টম বায়রান, টমি বায়রন
কর্মজীবন১৯৮২-১৯৯৩, ১৯৯৬-বর্তমান (পারফর্মার হিসাবে) []
1996–2013 (as director)[]

টম বায়রন (জন্ম: টমাস ব্রায়ান টালিয়াফেরো জুনিয়র; ৪ঠা এপ্রিল ১৯৬১) একজন প্রাক্তন মার্কিন পর্নোগ্রাফিক অভিনেতা, পরিচালক এবং প্রযোজকএক্সআরসিও []এভিএন হল অফ ফেম সদস্য। [] তিনি এভিএন -এর করা সর্বকালের সেরা ৫০ জন পর্নস্টারদের তালিকায় ২০ নম্বরে ছিলেন। [] তিনি বিলুপ্ত এক্সট্রিম প্রো রেসলিং (এক্সপিডাব্লু)-এর সহ-প্রতিষ্ঠাতা এবং সহ-মালিক ছিলেন।

জীবনের প্রথমার্ধ

[সম্পাদনা]

বায়রন ইতালীয় বংশোদ্ভূত এবং টেক্সাসের অরেঞ্জে বেড়ে ওঠেন। তিনি স্টার্ক হাই স্কুল এবং পরে ওয়েস্ট অরেঞ্জ-স্টার্ক উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন, যেখান থেকে তিনি ১৯৭৯ সালে স্নাতক হন। তিনি হিউস্টন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। []

অভিনয়

[সম্পাদনা]

বায়রন প্রথমে ১৯৮২ সালের মে মাসে হার্ডকোর পর্নোগ্রাফি চলচ্চিত্রে অভিনয় শুরু করেছিলেন। [] তিনি বেশিরভাগই কিশোর বয়সী চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ কোন চরিত্র, যেমন চিকিত্সক বা "উঠতি বয়সী" ভূমিকায় অভিনয় করতেন। তিনি ১৯৮৪ সালের শুরুর দিকে কম বয়সী ট্রেসি লর্ডসের পর্ন অভিষেকে হোয়াট গেটস মি হট! চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। বলা হয়ে থাকে যে লর্ডসের সাথে তাঁর পর্দার পিছনেও সম্পর্ক ছিল, যদিও তিনি পরে তাদের সম্পর্কটিকে তুচ্ছ করে ফেলেছিলেন।

পুরস্কার

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Tom Byron"Internet Adult Film Database। সংগ্রহের তারিখ অক্টোবর ১২, ২০০৮ 
  2. "XRCO Hall of Fame"। ২০১৫-০৭-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-১২-২৭ 
  3. "AVN Hall of Fame"। ২০০৮-১০-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-১২-২৭ 
  4. "AVN's Top 50 Porn Stars of All Time [January 2002]"। AmIAnnoying.com। সংগ্রহের তারিখ ২০১৩-০৯-২৫ 
  5. Wallace, David Foster (ডিসেম্বর ২০০৫)। Consider the LobsterLittle, Brown and Co.। পৃষ্ঠা 31। 
  6. "Tom Byron May 2000 interview"। ২০০৭-১২-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-১২-২৭ 

 

বহিঃসংযোগ

[সম্পাদনা]